মহাকাশে ৮০৩ দিন থেকে রুশ নভোচারীর রেকর্ড

S M Ashraful Azom
রুশ নভোচারী গেন্নাদি পাদালকা মহাশূন্যে সর্বোচ্চ সময় থাকার রেকর্ড গড়েছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বর্তমান কমান্ডার গেন্নাদি মোট ৮০৩ দিন মহাকাশে কাটিয়েছেন। রুশ মহাকাশ সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার এ কথা জানিয়েছে এএফপি।
 
রাশিয়ার ফেডারেল স্পেস অ্যাজেন্সি- রসকসমসের একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘গেন্নাদি পাদালকা মহাশূন্যে সর্বোচ্চ সময় কাটানো ব্যক্তি হয়েছেন।’

পাদালকা গত ২১ জুন ৫৭ বছরে পা দিয়েছেন, সামরিক পাইলট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত পেদালকা বর্তমানে তার পঞ্চম মহাকাশ মিশনে রয়েছেন। ১৯৯৮ সালে তিনি প্রথম মহাকাশে যাত্রা করেন।

মিশন শেষে পেদালকা যখন ভূপৃষ্ঠে ফিরবেন তখন তার মহাকাশে অবস্থানের মোট দিন হবে ৮৭৭, যা প্রায় আড়াই বছর।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top