মেহেরপুরের গাংনীতে একটি যাত্রীবাহী বাসের
ধাক্কায় আজমত আলী নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ
হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে প্রায় ১৫ জন যাত্রী আহত হন। বুধবার উপজেলার
আকুবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজমত আলী আকুবপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী 'আল্লাহর দান' পরিবহনের একটি বাস আজমত আলীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এদিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে বাসের প্রায় ১৫ জন যাত্রী আহত হয়।
আহতদের গাংনী, মেহেরপুর ও কুষ্টিয়া হাসপাতালের ভর্তি করা হয়েছে।
নিহত আজমত আলী আকুবপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী 'আল্লাহর দান' পরিবহনের একটি বাস আজমত আলীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এদিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে বাসের প্রায় ১৫ জন যাত্রী আহত হয়।
আহতদের গাংনী, মেহেরপুর ও কুষ্টিয়া হাসপাতালের ভর্তি করা হয়েছে।