মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ : শিক্ষামন্ত্রী

S M Ashraful Azom
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে মাদ্রাসা শিক্ষায় আধুনিকায়নে ইতোমধ্যে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার রাজধানীর পলাশীতে অবস্থিত ব্যানবেইস’র সম্মেলন কক্ষে এক কর্মশালায় তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাদ্রাসা শিক্ষার মান উন্নত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন বিষয়ক এই কর্মশালার আয়োজন করেছে ব্যানবেইস।

মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top