এবার টেস্টেও মুস্তাফিজুর

S M Ashraful Azom
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের পর খুবই ইঙ্গিতপূর্ন একটা কথা বলেছিলেন জাতীয় দলের কোচ। বলেছিলেন, চ্যাম্পিয়নস ট্রফিটার চ্যালেঞ্জ শেষ হলে টেস্টেও কিছু বাড়তি ব্যাপার দেখতে পাবে বাংলাদেশ। আর সেই দেখার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টকেই সূচনা বলে ঘোষণা করেছিলেন তিনি।
আপাতত দল ঘোষণার ভেতর দিয়েই বোঝা গেল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে অন্তত হাতের কাছে থাকা সেরা দল নিয়েই টেস্ট খেলতে নামতে চায় বাংলাদেশ। দল থেকে বাদ দেওয়া হয়েছে ‘কার্যকর অলরাউন্ডার’ শুভাগত হোমকে। টেস্ট দলে প্রথমবারের ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বদলে ভারতের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়া নাসির হোসেনও থেকে গেছেন দলে। জায়গা হারিয়েছেন আরেক পেসার আবুল হাসান রাজু।
রবিবার গভীর রাতে তখনই সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মুস্তাফিজ ভারতের বিপক্ষে দারুণ বোলিং করে হয়েছিলেন সিরিজ সেরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দুটিতে ভালো খেলার পর এখন টেস্ট দলেও জায়গা করে নিলেন তরুণ এই বাঁহাতি পেসার।
সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট দল থেকে জায়গা হারিয়েছেন পেসার আবুল হাসান ও স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম। টানা ব্যর্থতার পরও শুভাগতকে খেলিয়ে যাওয়ায় গত কিছুদিন ধরেই ছিল সমালোচনার ঝড়। ভারতের বিপক্ষে টেস্ট দলে ছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু অনুশীলনের প্রথম দিনেই চোট পেয়ে ছিটকে যান। তার বদলে তখন দলে এসেছিলেন নাসির হোসেন। এখন মাহমুদউল্লাহ ফিরলেও নাসির দলে ধরে রেখেছেন জায়গা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২১ জুলাই শুরু প্রথম টেস্ট।
প্রথম টেস্টের দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top