পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির দ্বারপ্রান্তে ইরান

S M Ashraful Azom
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় বড় রকমের অগ্রগতি হয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। বার্তা সংস্থা এপি'কে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে সোমবার ছয় বিশ্বশক্তির সাথে ইরানের এ সংক্রান্ত একটি চুক্তির কথা প্রকাশ করা হতে পারে।
 
ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে প্রায় একশো পৃষ্ঠার একটি সমঝোতার খসড়া প্রস্তুত করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি সঙ্গে ইরানের এই আলোচনা চলছে।
 
এই চুক্তিতে ইরানের পরমাণু সম্পর্কিত তৎপরতা কমিয়ে আনা এবং তার পাশাপাশি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করার কথা বলা হয়েছে।
 
সঙ্কট নিরসনের জন্যে দুটো পক্ষের মধ্যে এক যুগেরও বেশি সময় ধরে আলোচনা চলছে। পশ্চিমা দেশগুলো মনে করছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। তবে শুরু থেকেই এই অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলছে, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যেই তাদের এই কর্মসূচি।
 
নাম প্রকাশ না করে কয়েকজন কূটনীতিক বার্তা সংস্থা এপি-কে বলেছেন সমঝোতার কথা সোমবার ঘোষণা করা হতে পারে। ভিয়েনা থেকে বিবিসির সংবাদদাতা জেমস রবিন্স বলছেন, সমঝোতার দলিল বেশ লম্বা এবং এর ভাষাও খুব স্পষ্ট। তিনি বলছেন, সমঝোতায় দেওয়া তাদের প্রতিশ্রুতি নিয়ে যাতে প্রশ্ন উঠতে না পারে সেজন্যে সতর্কভাবে এই দলিলটি তৈরি করা হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top