রাজশাহীতে যুবদল কর্মী হত্যা: ২ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

S M Ashraful Azom
রাজশাহী নগরীর মিঞাপাড়ায় যুবদলের কর্মী জীবন শেখ হত্যা মামলায় মহানগর ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দুপুরে নগরীর মিঞাপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর ছেলে ও ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান তুহিন (১৮) এবং হোসেনীগঞ্জের কালামের ছেলে ইসতিয়াক আহম্মেদ রনি (২৭)।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর কামারুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মিঞাপাড়ার একটি টাইলসের দোকানে অভিযান চালিয়ে জীবন শেখ হত্যা মামলার প্রধান আসামি আশিকুর রহমান তুহিন ও ইসতিয়াক আহম্মেদ রনিকে আটক করে। তারা দুইজনই ছাত্রলীগের কর্মী। গ্রেফতার এড়াতে তারা ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন।

তিনি আরো জানান, তাদের র‌্যাব-৫ এর সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হবে।

এদিকে গ্রেফতারকৃতরা র‌্যাব হেফাজতে সাংবাদিকদের কাছে দাবি করেছে, যুবদল কর্মী জীবন শেখের মৃত্যুর ঘটনাটি ইতোমধ্যে আপোষ-রফা হয়ে গেছে। মহানগর আওয়ামী লীগের এক নেতার মধ্যস্থতায় ঘটনার আপোষ-রফা হয়। তাই আসামিদের পুলিশ গ্রেফতার করেনি। তারা এলাকায়ই ছিলেন।

প্রসঙ্গত, বান্ধবীকে নিয়ে ফেসবুকে মন্তব্য ও স্টাটাস দেয়া নিয়ে বিরোধের জেরে গত ২৮ মে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক গ্রুপের 'ভাড়াটে হিসেবে' যুবদল কর্মী জীবন শেখ অংশ নেয়। এ সময় গুলিবিদ্ধ ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জীবন শেখ নিহত হন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top