সিরিজ সমতায় বাংলাদেশ

S M Ashraful Azom
২০০৭ সালের বিশ্বকাপ ম্যাচের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে কোনো ম্যাচে হারাল টাইগাররা। ৭ উইকেটের এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরে পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে ১৬২ রানে অলআউট করে টাইগারদের জয়ের ভিতটা তৈরি করে দিয়েছিলেন মুস্তাফিজ, রুবেল, নাসিররা। আর দারুণ ব্যাটিংয়ে জয়ের বাকি কাজটুকু সারলেন সৌম্য-মাহমুদউল্লাহরা।

রবিবার টস জিতে আগে ব্যাট করে ৪৬ ওভারে মাত্র ১৬২ রানে অলআউট হয় প্রোটিয়ারা। জবাবে সৌম্য-মাহমুদউল্লাহর ফিফটিতে ৭ উইকেট ও ১৩৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।   

প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছিলেন প্রোটিয়াদের অভিষিক্ত পেসার কাগিসো রাবাদা। আজ দ্বিতীয় ওয়ানডেতেও পর পর দুই ওভারে তামিম ইকবাল ও লিটন দাসকে বিদায় করেন রাবাদা। ইনিংসের দ্বিতীয় ওভারে রাবাদার প্রথম বলে বোল্ড হয়ে বিদায় নেন তামিম (৫)।

ওই ওভারে রাবাদার শেষ বলে একটি ছক্কা হাঁকান নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা লিটন দাস। পরের ওভারে কাইল অ্যাবটের বলে আরেকটি চার মারেন তিনি। এরপর রাবাদার দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেও চার মারেন লিটন। কিন্তু এক বল পরেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি (১৭)। ফলে ২৪ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর পর দলের হাল ধরেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ। তৃতীয় উইকেটে ১৩৫ রানের বিশাল জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ সহজ করে দেন সৌম্য-মাহমুদউল্লাহ। দুজনই তুলে নেন দারুণ দুটি ফিফটি। মাহমুদউল্লাহ ৫০ রান করে ফিরলেও ৮৮ রানের অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সৌম্য।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top