চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার

S M Ashraful Azom
চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

রবিবার তাকে বহিস্কার করা হয়। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করে বলেন, যুবলীগে কোনো চাঁদাবাজ, ধান্দাবাজের স্থান নেই। যেখানেই এ ধরনের অভিযোগ আসবে আপনারা লিখবেন। ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানী সুপার মার্কেটের কমিটি দখল করে চাঁদাবাজির নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে যুবলীগের নেতা রেজাউল করিমের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই মার্কেটে অভিযান চালিয়ে যুবলীগের নেতা রেজাউল করিমসহ ১১ জনকে আটক করলেও রাজনৈতিক চাপে পরে রেজাউলকে ছেড়ে দেয়। তবে বাকি ১০ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top