খোলামেলা কথা বলতে জুড়ি নেই রণবীর সিং’র। এবার দুই নায়িকাকে নিয়ে মজার
কথা বললেন। ‘লুটেরা’ তারকাকে প্রশ্ন করা হয় ‘বাজিরাও মাস্তানি’র দুই নায়িকা
দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে। সেখানে তিনি প্রিয়াঙ্কাকে
খিচুড়ি ও দীপিকাকে বিরিয়ানি হিসেবে উল্লেখ করেন।
রণবীর বলেন, ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় কাশী বাঈয়ের চরিত্রে অভিনয় করা প্রিয়াঙ্কা চোপড়া হল ভাল স্ত্রী। আর মাস্তানির চরিত্রে অভিনয় করা দীপিকা হল সম্মোহিনী।
সঞ্জয় লীলা বনসালির এই সিনেমায় দীপিকা আর প্রিয়াঙ্কা সম্পূর্ণ দুটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করছেন বলে রণবীর জানান। একজন ঘরের বউ (প্রিয়াঙ্কা) আর একজন যোদ্ধা রাজকুমারী (দীপিকা)।
এরপর দুই অভিনেত্রীর ওই সিনেমার চরিত্র নিয়ে বলতে গিয়ে রণবীর বলেন, ‘প্রিয়াঙ্কা খিচুড়ির মতো, দীপিকা রোলটা বিরিয়ানির মত বলতে পারেন।’ এখানে থেমে না থেকে আরও যোগ করেন, সব মিলিয়ে দুই নায়িকা হলেন ‘তারকে ওয়ালি খিচড়ি’।
এ দিকে, বেশ চটেছেন কারিনা কাপুর। কারণ রণবীর ক’দিন আগে মন্তব্য করেন, কারিনার এবার উচিত চরিত্রধর্মী কোনো সিনেমায় অভিনয় করা। সঞ্জয়লীলা বনসালির ‘রামলীলা’ চলচ্চিত্রে রণবীরের বিপরীতে লীলার চরিত্রে অভিনয় করার কথা ছিল কারিনার। কিন্তু তার নবাবপত্মী তা ফিরিয়ে দেন। বক্স অফিস ও সমালোচকদের কাছে দারুণভাবে প্রশংসিত হয় সিনেমাটি। সেই বিষয়েই কারিনাকে খোঁচা দেন রণবীর। তাই খেপেছেন কারিনা।
রণবীর বলেন, ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় কাশী বাঈয়ের চরিত্রে অভিনয় করা প্রিয়াঙ্কা চোপড়া হল ভাল স্ত্রী। আর মাস্তানির চরিত্রে অভিনয় করা দীপিকা হল সম্মোহিনী।
সঞ্জয় লীলা বনসালির এই সিনেমায় দীপিকা আর প্রিয়াঙ্কা সম্পূর্ণ দুটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করছেন বলে রণবীর জানান। একজন ঘরের বউ (প্রিয়াঙ্কা) আর একজন যোদ্ধা রাজকুমারী (দীপিকা)।
এরপর দুই অভিনেত্রীর ওই সিনেমার চরিত্র নিয়ে বলতে গিয়ে রণবীর বলেন, ‘প্রিয়াঙ্কা খিচুড়ির মতো, দীপিকা রোলটা বিরিয়ানির মত বলতে পারেন।’ এখানে থেমে না থেকে আরও যোগ করেন, সব মিলিয়ে দুই নায়িকা হলেন ‘তারকে ওয়ালি খিচড়ি’।
এ দিকে, বেশ চটেছেন কারিনা কাপুর। কারণ রণবীর ক’দিন আগে মন্তব্য করেন, কারিনার এবার উচিত চরিত্রধর্মী কোনো সিনেমায় অভিনয় করা। সঞ্জয়লীলা বনসালির ‘রামলীলা’ চলচ্চিত্রে রণবীরের বিপরীতে লীলার চরিত্রে অভিনয় করার কথা ছিল কারিনার। কিন্তু তার নবাবপত্মী তা ফিরিয়ে দেন। বক্স অফিস ও সমালোচকদের কাছে দারুণভাবে প্রশংসিত হয় সিনেমাটি। সেই বিষয়েই কারিনাকে খোঁচা দেন রণবীর। তাই খেপেছেন কারিনা।