বকশীগঞ্জে সেবা হটনিউজের প্রধান উপদেষ্টা বাবুল চিশতীর মতবিনিময় অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার একমাত্র অনলাইন নিউজ পোর্টাল সেবা হটনিউজ ডট অর্গানাইজেশন (www.sebahotnews.org) এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) সাথে স'ানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মুখে অবসি'ত সেবা হটনিউজের বার্তা কার্যালয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাব সভাপতি হেদায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সেবা হটনিউজ ডট অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী)।
এতে স্বাগত বক্তব্য রাখেন সেবা হটনিউজ ডট অর্গানাইজেশনের সম্পাদক এসএম আশরাফুল আজম।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, অধ্যক্ষ হেলাল উদ্দিন খান ।
সেবা হটনিউজের বার্তা সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের বকশীগঞ্জ শাখা ব্যবস'াপক খন্দকার আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, কয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ছামিউল হক আনছারী , বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা রমেশ কর্মকার, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সেবা হটনিউজের নির্বাহী সম্পাদক জিএম সাফিনুর ইসলাম মেজর, সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক বিল্লাল হোসেন ,বকশীগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ওমর ফাুরক রনজু প্রমুখ। এসময় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপসি'ত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তরা সেবা হটনিউজ অর্গানাইজেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস'নিষ্ঠ সংবাদ পরিবেশনের সংশ্লিষ্টের প্রতি আহবান জানান।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top