৬৫ দিন অনশনের পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি

S M Ashraful Azom
ইসরাইলের কারাগারে ৬৫ দিন অনশনের পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনের একজন মানবাধিকার কর্মী। মুক্তির শর্তে গত মাসে অনশন বন্ধ করেন খন্দর আদনান। তার এই অনশনকে বিনা বিচারে ইসরাইলি বন্দিত্বের বিরুদ্ধে জয় হিসেবে দেখা হচ্ছে।
 
রবিবার আদনান অধিকৃত পশ্চিম তীরে তার বাড়িতে ফিরে আসেন। এসময় তার পরিবারের সদস্য ও সমর্থকরা তাকে স্বাগত জানায়। ফিরে আসার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'আমি ফিলিস্তিনি জনগণ ও বন্দীদের মধ্যে আনন্দ ও আশা দেখছি'।
 
গত ৪ মে থেকে শক্ত কোন খাবার না খাওয়ায় তাকে এক পর্যায়ে হাসপাতালে ভর্তি করতে হয়। গত বছর জুলাই মাসে তাকে ইসরাইলি সেনারা আটক করে নিয়ে গিয়েছিল। সেখানে তাকে 'অ্যামিনিস্ট্রেটিভ ডিটেনশন'এ রাখা হয়ে। এর মাধ্যমেই ইসরাইলি কর্তৃপক্ষ কোন অভিযোগ বা বিচার ছাড়াই অনির্দিষ্টকালের জন্য ফিলিস্তিনিদের বন্দী করে রাখা হয়। সূত্র: আল জাজিরা
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top