শ অভিশপ্ত ছিল। জাতীয় চার নেতাকে হত্যা
করা হয়েছিল। জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। যারা খুনি তাদের আমরা বিচারের
মুখোমুখি করব। কী দুর্ভাগ্য জাতির পিতার খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি
দিয়ে পুরস্কৃত করা হয়েছে এক সময়।
বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন উদ্বোধন করে তার বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকাল ১১টার কিছু পরে প্রধানমন্ত্রী পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশাল সমুুদ্র সীমা অর্জন করেছি। বঙ্গবন্ধু তার সীমা দিয়ে গিয়েছিলেন।
তিনি
বলেন, বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে উপমহাদেশের প্রাচীন একটি সংগঠন। আমাদের
একটি ভিশন আছে, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমরা অনেক এগিয়ে এসেছি।
বাংলাদেশের একমাত্র অ্যানিমি হচ্ছে দারিদ্র। তা দূর করতে হবে। বাংলাদেশকে
করতে হবে প্রাচ্যের সুইজারল্যান্ড।