টাবু বিয়ে করতে রাজি

S M Ashraful Azom
বয়স চল্লিশ পেরিয়ে গেলেও বিয়ে করছিলেন না বলিউড অভিনেত্রী টাবু। অবশেষে বিয়ে করতে রাজি আছেন বলে তিনি এক অনুষ্ঠানে মুখ খুললেন। 
টাবুর নতুন ছবি ‘দৃশ্যম’ মুক্তি পাবে শিগগিরই। এর প্রচারণামূলক অনুষ্ঠানে বিয়ে নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘হ্যাঁ, বিয়ে করব। যখন যা হয় তাতে মানিয়ে নেয়াটা আমি বিশ্বাস করি। সত্যি বলতে এখন জীবনকে তার মতো করে চলতে দেই।’ 
 
তিনি বলেন, বিয়ে নিয়ে দুশ্চিন্তা করা বাদ দিয়েছি। যা হওয়ার তা কাল অথবা পরশু হবেই। আমার মনে হয়, এ নিয়ে ভাবা অর্থহীন।
 
তিনি আরও বলেন, আমরা যদি কোনো কিছু নিয়ে পড়ে থাকি তাহলেই কিন্তু তা হয়ে যায় না। কিন্তু আমি অবশ্যই বিয়ে করতে চাই। মা হওয়া আর সংসার গড়ার বেলায়ও আমার আপত্তি নেই।
 
আগামী ৩১ জুলাই মুক্তি পাওয়া নিশিকান্ত কামাত পরিচালিত ‘দৃশ্যম’ ছবিটিতে টাবুকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top