‘রণবীর আর আমার কোনো এনগেজমেন্ট হয়নি’

S M Ashraful Azom
দীর্ঘদিন সম্পর্কের লুকোচুরি শেষে নিজেদের প্রেমের কথা স্বীকার করেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। পারিবারিকভাবেও তাদের সম্পর্ক এখন বেশ ভালো। কিছুদিন আগেরই খবর যে, রণবীর ও ক্যাটরিনার আংটি বদল হয়েছে। এরপর থেকেই রণবীর ও ক্যাটরিনা দুজনই গণমাধ্যমের সামনে বলছেন তাদের কথা। কিন্তু হঠাত্ করেই আবারও নতুন সুর শোনা যাচ্ছে ক্যাটের মুখে। তাদের এনগেজমেন্টের কথা পুরোই অস্বীকার করছেন তিনি।
 
গত ১৬ জুলাই ক্যাটরিনার জন্মদিনে আংটি বদলের যে খবর রটেছিল তা পুরোটাই নাকি মিথ্যা। এমনকি বিষয়টি নিয়ে কোনো প্রশ্নই আর শুনতে চাচ্ছেন না ক্যাটরিনা।  বলেন, ‘রণবীর আর আমার কোনো এনগেজমেন্ট হয়নি। এটা আমি সবাইকে জানাচ্ছি। আর মনে হচ্ছে, আমাকে বিয়ে করিয়ে দেওয়াতেই ব্যস্ত সবাই। কিন্তু এখনই বিয়ে করার কোনো পরিকল্পনা আমার নেই।’ ৩২ বছর বয়সী এই অভিনেত্রী তার নতুন সিনেমা ‘ফ্যান্টম’-এর ট্রেলার মুক্তির দিনে এ কথা বললেন। ‘ফ্যান্টম’ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘এই ছবিটিতে আমি নতুন অ্যাকশন নিয়ে হাজির হবো। যা আমার বিগত ছবিগুলোর চেয়ে অনেকটাই আলাদা।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top