উপজেলার উত্তর
বাঁশহাটি গ্রামে বাবা ও তার তিন ছেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশি
আত্মীয়রা। নিহতরা হচ্ছেন, বেলাল মিস্ত্রি (৫৫) ও তার তিন ছেলে হিমেল (১৬),
পাভেল (২০) এবং ফরিদ মিয়া (৩০)।
প্রত্যক্ষদর্শী
সূত্রে জানা গেছে, পারিবারিক শত্রুতার জেরে বেলালের চাচাতো ভাই লাল মিয়া ও
তার ছেলেরা গতকাল শুক্রবার রাতে তার বাড়িতে আকস্মিকভাবে হামলা চালায়।
বাড়িতে ঢুকেই তারা বেলাল মিস্ত্রি ও তার পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র
দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এতে বেলাল মিস্ত্রি, তার ছেলে ফরিদ মিয়া
এবং স্কুলপড়ুয়া দুই ছেলে হিমেল ও পাভেল নিহত হন। এছাড়া হামলায় লাল মিয়ার
স্ত্রী বানেচা বেগমও গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি
করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।