‘দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের বিকল্প নেই’

S M Ashraful Azom
বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ও বাগবাটিতে পৃথক সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
 
সমাবেশপূর্ব অনুষ্ঠানে মন্ত্রী স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীনে গাইন্ধাইলে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলোজি এবং বাগবাটিতে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
 
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করার ফলেই আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে খোঁজাখুঁজি করেও দেশে কোন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না।
 
আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ আরো সমৃদ্ধশালী দেশে পরিণত হবে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, এ জন্য আওয়ামী লীগকে সরকার পরিচালনায় থাকতে হবে।
বাগাবটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিক এবং গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে পৃথক সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা, সহকারী প্রকৌশলী জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top