জয়পুরহাটে বাল্যবিয়ে দেয়ায় পিতা-মাতার জেল

S M Ashraful Azom
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে পিতা-মাতার জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট গোলাম মো. শাহনেওয়াজ উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আক্কেলপুর পৌর এলাকার পশ্চিম আম্রট্র গ্রামের চতুর্থ শ্রেণী পড়ুয়া শিশুকন্যা বিথীকে একমাস পূর্বে বিয়ে দেয়া হয়। বিষয়টি জানার পর পুলিশ গতকাল বুধবার বেলা ৩টায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বিথীর পিতা মো. মিন্টু হোসেন (৩২) ও মাতা মোসলেমা খাতুন (২৪)কে আটকের পর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট গোলাম মো. শাহনেওয়াজের আদালতে হাজির করে। এ সময় বিচারক পিতার এক মাস জেল ও মাতার এক হাজার টাকা জরিমানা করে। মাতা জরিমানার টাকা পরিশোধ করায় ছেড়ে দেয়া হয় এবং পিতাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, ইতোপূর্বে পিতা মাতা বিথীকে বিয়ে দেয়ার উদ্যোগ নিলে পুলিশ উভয়কে থানায় নিয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করে। এ সময় বাল্য বিয়ে থেকে বিরত থাকার মুচলেকা গ্রহণ করা হয়। বিথীর লেখাপড়ার জন্য সেই সময় খাতা-কলম ও বই কিনে দেয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। প্রয়োজনে আরও সহযোগিতা করার কথা বলা হয়েছিল। কিন্তু পিতা-মাতা পুলিশের অজান্তে শিশু কন্যা বিথীর ইচ্ছার বিরুদ্ধে বাল্য বিয়ে দিয়েছে একমাস পূর্বে। বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বিথীর পিতা মো. মিন্টু হোসেন (৩২) ও মাতা মোসলেমা খাতুন (২৪)কে  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট গোলাম মো. শাহনেওয়াজ উপরোক্ত সাজা প্রদান করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top