ইনটেক্স অ্যাকোয়াপাওয়ার ফোন

S M Ashraful Azom
ইনটেক্স টেকনোলজি দেশের বাজারে এনেছে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উচ্চ মেমোরির অ্যাকোয়াপাওয়ার ফোন। এই ফোনে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি, যাতে ২০ ঘণ্টা টকটাইম ও ৫০০ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এতে আরও রয়েছে ৫” আইপিএস এইচডি ডিসপ্লে, ১.৩ গিগাহার্জ কোয়াাড-কোর প্রসেসর, ২ জিবি র্যাম এবং ১২ জিবি বিল্ট-ইন মেমোরি। এতে এয়ারশাফল থাকায় ডিসপ্লেতে স্পর্শ না করেও পরিচালনা করা যায়। নানা ধরনের বিল্ট-ইন অ্যাপসসহ এই ফোনটির মূল্য ১১,৯৯০ টাকা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top