ইয়েমেনে অস্ত্রবিরতির মধ্যেও অব্যাহত সৌদি হামলা

S M Ashraful Azom
চলমান অস্ত্রবিরতির মধ্যেও ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন আঞ্চলিক সামরিক জোট। অস্ত্রবিরতি কার্যকরের মাত্র দুই দিনের মাথায় বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে দেশটিতে। নিহতরা সবাই বেসামরিক নাগরিক।
 
জানা গেছে, রবিবার রাজধানী সানায় বিমান হামলা চালায় সৌদি জোট। এতে ১২ জন নিহত হয়। অন্যদিকে আমরান প্রদেশে বিমান হামলায় নিহত হয়েছে আরো তিনজন।
 
রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে আল বায়দা শহরে বিমান হামলায় একই পরিবারের আটজন নিহত হন। অন্যদিকে তায়েজ শহরে শনিবার বিমান হামলায় নিহত হন আরো দুই বেসামরিক নাগরিক।
 
জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনে শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে সপ্তাহব্যাপী অস্ত্রবিরতি শুরু হয়। রমজানের শেষদিন পর্যন্ত এই যুদ্ধবিরতি বলবত থাকার কথা ছিল।
 
প্রসঙ্গত, হুথি বিদ্রোহীদের হামলার মুখে ইয়েমেনের নির্বাচিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেন। হাদিকে দেশটির ক্ষমতায় বসাতে হুথিবিরোধী অভিযান চালাচ্ছে সৌদি জোট। চলতি বছরের ২৬ মার্চ থেকে শুরু হওয়া বিমান হামলায় দেশটিতে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। সূত্র: রয়টার্স, সিনহুয়া
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top