শিশু নির্যাতনের প্রতিবাদে সোচ্চার মুশফিক

S M Ashraful Azom
সিলেটে চোর সন্দেহে রাজন (১৩) নামে এক শিশুকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

তিনি তার ফেসবুক ফ্যান পেজে ‘সে নো টু চাইল্ড অ্যাবিউস’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা ছবি আপলোড করেছেন।

ঐ ছবির সঙ্গে ফ্যান পেজে তিনি লিখেছেন, “একটি নিষ্পাপ শিশুকে নির্যাতন করে মেরে ফেলার মতো বড় অপরাধ মনে হয় আর নেই। শিশু নির্যাতনকে না বলুন!”

সিলেটের কুমারগাঁওয়ে গত বুধবার সকালে চোর সন্দেহে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top