না, এবারের ঈদে শাকিব বনাম শাকিবের অঙ্ক করা হচ্ছে না। ঈদে একটিই ছবি মুক্তি পাচ্ছে।
এস এ হক অলীকের ‘আরো ভালোবাসবো তোমায়’-এর তারিখ পিছিয়ে গেছে। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ এ নায়কের দুটি ছবি মুক্তির কথা থাকলেও এর ফলে তা আর হচ্ছে না। তার অভিনীত শুধু ‘লাভ ম্যারেজ’ ছবিটি মুক্তি পাবে এবারের ঈদে।
উল্লেখ্য, এর আগে শাকিব প্রযোজিত ‘হিরো দ্য সুপারস্টার’ ছবি রিলিজের সময়েও একইভাবে অন্য ছবি মুক্তি দেয়া হয়নি। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘নিজের দর্শকদের দু’ভাগ করে কি লাভ। তবে এটা ভেবে ভালো লাগে, আল্লাহর কাছে শুকরিয়াও জানাই যে, এখনও দেশের সব ক’টি হল মালিক, ডিস্ট্রিবিউটররা মুখিয়ে থাকে আমার ছবি পাবার জন্য। ঈদের আগে এ রকম কত অনুরোধ যে শুনতে হয় তার ঠিক নেই।’
‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিটির প্রযোজক ছবিটি মুক্তির জন্য ১০০টি হল আশা করেছিলেন। কিন্তু ৩০টি হল চূড়ান্ত হওয়ায় পিছিয়ে দেয়া হয়েছে এর মুক্তির তারিখ।
এদিকে প্রেক্ষাগৃহে আসছে আরও তিনটি ছবি। এরমধ্যে ‘অগ্নি-২’ ৮০টি, ‘লাভ ম্যারেজ’ ৮০টি ও ‘পদ্মপাতার জল’ ৩০টি (সম্ভাব্য) হল পাচ্ছে। তবে ঈদের আগ মুহূর্তে এ সংখ্যা বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।