বিশ্ব
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র সাবেক শীর্ষ কর্মকর্তা চাক ব্লেজারকে
আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে সংস্থাটি। কিছুদিন আগে ফিফার আমেরিকান সাবেক
কর্মকর্তা চাক ব্লেজার নিজেই ঘুষ নেয়ার কথা স্বীকার করেন।
তিনি
তখন বলেছিলেন, দক্ষিণ আফ্রিকাকে ২০১০ বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব
দেওয়ার জন্য তিনি ও ফিফার নির্বাহী কমিটির কয়েকজন সদস্য ঘুষ নিতে রাজি
হয়েছিলেন। ফ্রান্সে অনুষ্ঠিত ১৯৯৮ বিশ্বকাপেও এমন ঘুষ নেবার ঘটনা ঘটেছিল
বলে জানিয়েছেন তিনি।
৭০
বছর বয়সী ব্লেজার নিজেই যুক্তরাষ্ট্রের তদন্তকারী কর্তৃপক্ষকে দুর্নীতির
নানা তথ্য-প্রমাণ দিয়েছিলেন। মিস্টার ব্লেজার ১৯৯০ সাল থেকে ২০১১ সাল
পর্যন্ত ফিফার উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের দ্বিতীয় শীর্ষ
কর্মকর্তা ছিলেন। এছাড়া ১৯৯৭ সাল থেকে ২০১৩ পর্যন্ত ফিফার এক্সিকিউটিভ
কমিটিতেও দায়িত্ব পালন করেছেন তিনি।
ফিফার
দুর্নীতি-অনিয়ম নিয়ে বেশ কিছু দিন ধরেই তোলপাড় চলছে ফুটবল-দুনিয়ায়।
তারই ধারাবাহিকতায় চাক ব্লেজারকে আজীবন নিষিদ্ধ করলো ফিফা। সূত্র: বিবিসি