শিল্পকলায় ঘুড়ি প্রদর্শনী

S M Ashraful Azom
লম্বা লম্বা লেজওয়ালা সাপঘুড়ি। পাখির ধারালো নখযুক্ত ঈগলঘুড়ি। আছে তারার আকৃতির স্টারকাইট। নানা রকম আকার-আকৃতি আর রঙের দেশি-বিদেশি ঘুড়ির মিলন ঘটেছে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। সেসব ঘুড়ির সুন্দর সুন্দর নামও রয়েছে।
 
শনিবার ঢাকাবাসী সংগঠন ও শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজন করে ‘পান্না গ্রুপ এশিয়ান ঘুড়ি প্রদর্শনী-২০১৫’। শনিবার ছিল চার দিনব্যাপী এ প্রদর্শনীর শেষ দিন।
 
ঢাকাবাসী ও ঘুড়ি ফেডারেশনের সভাপতি শুকুর সালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন, পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। আরো উপস্থিত ছিলেন যুব সংগঠন ফেডারেশনের মহাসচিব দুলাল বিশ্বাস, শেখ খোদাবকস, শিরনি সুলতানা, আবদুল বারেক সোনা মিয়া, মোহাম্মদ রানা প্রমুখ।
 
প্রমোন মানকিন বলেন, ‘ঘুড়ি প্রদর্শনী বিভিন্ন দেশের ঐতিহ্যকে অর্থপূর্ণ করে তুলেছে। আমরা যে যেখানে আছি, নিজের দেশের ইতিহাস-ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। দেশের আর্থিক অবস্থা ভালো হয়েছে, এখন নিজেদের আর্থিক অবস্থার উন্নতির জন্য কাজ করতে হবে।’
 
প্রদর্শনীতে বাংলাদেশসহ চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলংকার ঐতিহ্যবাহী ঘুড়ি স্থান পায়।
 
অনুষ্ঠানে ঘুড়ি খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান শেষে একটি র্যালি শিল্পকলা একাডেমির পাশের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top