বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ জেলেকে জরিমানা।

G M Fatiul Hafiz Babu
এস মাহমুদুল হাসান ,

জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ জেলেকে জরিমানা করেছে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন জব্বারগঞ্জ দশানীতে বের জাল দিয়ে পোনা মাছ নিধনের দায়ে জব্বারগঞ্জ খেওয়ারচর গ্রামের উমর আলীর পুত্র শাহজাহান (২৪), রাজু মিয়া (২৬) ও চন্দ্রাবাজ গ্রামের ফাইজুর রহমানের পুত্র শফিকুল ইসলাম (২৭) কে ৩ হাজার টাকা জরিমানা করে। এসময় ৫শ গজ লম্বা একটি বের জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। বকশীগঞ্জ ইউএনও নার্গিস পারভীন স'ানীয় এলাকাবাসীকে নদীতে বের জাল, কারেন্ট জাল ও ক্ষতিকর জাল দিয়ে নদীতে মাছ না ধরতে আহবান জানান। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিউল আলম , স্যানিটারী ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন, এসআই আবদুল হান্নান উপসি'ত ছিলেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top