ইয়াবা ও মানব পাচারের জন্য আলোচিত কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে এবার ধরা পড়ল স্বর্ণ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম।
উদ্ধার হওয়া সরঞ্জামসহ মুজিবুর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মুজিবুর টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ডেইলপাড়ার মৃত জহির আহমদের ছেলে।
বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক আবু রাসেল সিদ্দিকী সাংবাদিকদের জানান, সোমবার ভোররাতে শাহপরীর দ্বীপ সীমান্ত চৌকির (বিওপি) হাবিলদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদে শাহপরীর দ্বীপ ডেইল পাড়া এলাকার মৃত জহির আহমদের বাড়ি তল্লাশি চালায়।
সেখান থেকে স্বর্ণ তৈরির বড়, মাঝারি ও ছোট সাইজের ১২৬ বাটি, ২২টি মাঝারি ও ছোট মাটির বাটি, ইলেকট্রনিক ব্লোয়ার মেশিন বড় ও মাঝারি দুটি, হ্যান্ড ব্লোয়ার মেশিন একটি, লোহার চুলা একটি, সোহাগা-১৮ কেজি, গ্রানাইট পাথর ২১৭ কেজি, সামুদ্রিক বালি সাড়ে ৩ কেজি, সালফিউরিক এসিড ২৫০ গ্রাম, সোনাবালি ৫০০ গ্রাম, সুপার দং সেলো মেশিন ১২ হর্স একটি এবং সুপার দং পেং মোটর একটি উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণ তৈরির সরঞ্জামের আনুমানিক মূল্য ১৭ লাখ ৮২ হাজার ১১০ টাকা।
বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘ধৃত যুবককে থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। উদ্ধার স্বর্ণ তৈরির সরঞ্জাম টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।’
উদ্ধার হওয়া সরঞ্জামসহ মুজিবুর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মুজিবুর টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ডেইলপাড়ার মৃত জহির আহমদের ছেলে।
বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক আবু রাসেল সিদ্দিকী সাংবাদিকদের জানান, সোমবার ভোররাতে শাহপরীর দ্বীপ সীমান্ত চৌকির (বিওপি) হাবিলদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদে শাহপরীর দ্বীপ ডেইল পাড়া এলাকার মৃত জহির আহমদের বাড়ি তল্লাশি চালায়।
সেখান থেকে স্বর্ণ তৈরির বড়, মাঝারি ও ছোট সাইজের ১২৬ বাটি, ২২টি মাঝারি ও ছোট মাটির বাটি, ইলেকট্রনিক ব্লোয়ার মেশিন বড় ও মাঝারি দুটি, হ্যান্ড ব্লোয়ার মেশিন একটি, লোহার চুলা একটি, সোহাগা-১৮ কেজি, গ্রানাইট পাথর ২১৭ কেজি, সামুদ্রিক বালি সাড়ে ৩ কেজি, সালফিউরিক এসিড ২৫০ গ্রাম, সোনাবালি ৫০০ গ্রাম, সুপার দং সেলো মেশিন ১২ হর্স একটি এবং সুপার দং পেং মোটর একটি উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণ তৈরির সরঞ্জামের আনুমানিক মূল্য ১৭ লাখ ৮২ হাজার ১১০ টাকা।
বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘ধৃত যুবককে থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। উদ্ধার স্বর্ণ তৈরির সরঞ্জাম টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।’