মিটফোর্ডে নকল ওষুধ ও প্রসাধনী উদ্ধার, গ্রেফতার ১

S M Ashraful Azom
পুরনো ঢাকার মিটফোর্ড এলাকা থেকে রবিবার আড়াই কোটি টাকার নকল ওষুধ ও প্রসাধনী উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে কামরুল ইসলাম নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
 
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) পারভেজ ইসলাম জানান, উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ক্যানাসের নকল  ওষুধ, লেবেল ছাড়া সাবান, টুথপেস্ট ও ওরসেলাইন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মিটফোর্ট এলাকার আব্দুল রহিম মার্কেটের সামনে রাখা একটি কাভার্ডভ্যান ও মার্কেটের একটি গোডাউন থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় কামরুল ইসলাম নামে এ ব্যক্তিকে।
 
তিনি আরো জানান, এ ঘটনায় ওষুধ ব্যবসায়ি সমিতির সাবেক নেতা আবু ব্ক্কর ও দুইভাইসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
তিনি জানান, গ্রেফতারকৃত কামরুল ইসলাম  জানিয়েছে, উদ্ধার হওয়া মালামালের মালিক আবু বক্কর। তারা বাসা রামপুরা এলাকায়। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top