ক্রিশ্চিয়ানো
রোনালদোকে ছয় বছর পর রিয়াল মাদ্রিদ থেকে ফের চুক্তিবদ্ধ করানোর প্রচেষ্টা
চালাচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ গণমাধ্যম এমনটাই খবর
দিচ্ছে।
শিরোপা
জয়ের প্রচেষ্টা আরো জোরাল করতেই ম্যান ইউ তাদের পুরনো তারকা
স্ট্রাইকারটিকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বলে এসব খবরে বলা হয়। তবে
পর্তুগিজ ফুটবলারটিকে ফিরিয়ে আনতে হলে নতুন রেকর্ডের সৃষ্টি হতে পারে।
কেননা রোনালদোর আট কোটি পাউন্ডে ইংলিশ ক্লাবটি ছেড়ে যাওয়া সেসময়ে কোন
ফুটবলারের দলবদলের নতুন রেকর্ড গড়েছিল।
ম্যানচেস্টার
ইউনাইটেড কয়েক মৌসুম ধরে মেস্ফিস ডিপায়, ম্যাটিও ডারমিয়ান, বাস্তিয়ান
শোয়েনস্টেইগারসহ বেশ কিছু খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। যদিও গত মৌসুমে ব্রিটিশ
রেকর্ড পাঁচ কোটি ৯৭ লাখ পাউন্ড মূল্যে রিয়াল তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার
সঙ্গে চুক্তিটা তেমন ফলপ্রসূ হয়নি। এ মৌসুমে তো আর্জেন্টাইনটিকে তারা
প্যারি সেন জার্মেইর কাছে বিক্রি করেই দিল।
ইংলিশ
গণমাধ্যম জানায় রোনালদোকে ফিরিয়ে আনার ব্যাপারে ইউনাইটেড প্রথম চেষ্টা
চালায় ২০১৩ সালে, কোচ ডেভিড ময়েসের তত্ত্বাবধানে প্রথম দলবদলের মৌসুমে।
কিন্তু তিনবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো রিয়ালের সঙ্গে নতুন চুক্তিতে
আবদ্ধ হন যা শেষ হবে ২০১৮ সালে। এ ব্যাপারে ময়েস গত বছর
বলেছিলেন—‘ক্লাবটিতে আমি যখন প্রথম আসি সেসময় রোনালদোকে নিয়ে আলোচনা ছিল।
তাছাড়া আমরা বেশকিছু বড় তারকার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম।’
ধারণা
করা হচ্ছে, রিয়ালে নতুন কোচ রাফায়েল বেনিতেজের সাথে রোনালদোর বনিবনায়
ঘাটতি দেখা দিতে পারে। এ ক্ষেত্রে সাবেক কোচ কার্লো অ্যানচেলত্তিকে বরখাস্ত
করার দু’দিন আগে প্রকাশ্যে ইতালিয়ানটিকে সমর্থন দেয়ার ব্যাপারটি কাল হয়ে
দাঁড়াতে পারে ৩০ বছর বয়সী স্ট্রাইকারটির জন্য। এছাড়া বেনিতেজের
তত্ত্বাবধানে প্রিয় জায়গা বাম পাশ ছেড়ে খেলার নির্দেশনাও তাকে এরই মধ্যে
ক্রুদ্ধ করে তুলছে।
অস্ট্রেলিয়ায়
শুক্রবারের খেলাটির আগে অনুশীলনে কোচ বেনিতেজের সঙ্গে মেজাজ হারাতে দেখা
গেছে রোনালদোকে। ক্যামেরায় দেখা গেছে দু’বার পর্তুগিজ স্ট্রাইকারটির মেজাজ
হারানোর উপক্রম হয়। অনুশীলনে একটি গোল প্রত্যাখ্যাত হওয়ায় প্রথমবার মেজাজ
হারান, পরে ক্রসবারে আঘাত হানার নির্দেশ দেয়া হলে মেজাজ দেখান।
এছাড়া
সম্প্রতি ক্লাবের কিংবদন্তীতুল্য গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের অশ্রুসিক্ত
অনাড়ম্বরপূর্ণ বিদায়ও রোনালদোকে অনেকটা হতবিহবল করে তুলছে বলেও ধারণা করা
হচ্ছে।—বিবিসি/ম্যানচেস্টার ইভনিং নিউজ