বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআনের একটি অংশের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটিই সম্ভবত বিশ্বের সবচেয়ে পুরাতন কোরআন। রেডিওকার্বনের তারিখে দেখা গেছে, কোরআনের এই পাণ্ডুলিপিটি কমপক্ষে ১৩৭০ বছর আগের। মুসলিমদের পবিত্র ধর্মীয় এই গ্রন্থটি বার্মিংহ্যামের লাইব্রেরিতে সবার অগোচরে অন্তত ১০০ বছর ধরে রয়েছে। ব্রিটিশ লাইব্রেরি বিশেষজ্ঞ ড. মুহাম্মদ ইসা ওয়ালি এই পাণ্ডুলিপি সম্পর্কে বলেন, ‘এটি অসাধারণ আবিষ্কার। মুসলিমরা এই আবিষ্কারে আনন্দিত হবেন।’ প্রফেসর থোমাস বলেন, মুহাম্মদের মৃত্যু পর কম গত দুই দশকের পর একটি চর্মেও কাগজে কোরান অংশটি লেখা হয়েছিল। তবে আস্থার সঙ্গে বলা যায় যে, এই অংশটি একটি ডিগ্রী নিয়ে লেখা হয়েছিল। সূত্র: বিবিসি