মুছে যেতে চলেছে পৃথিবীর চতুর্থ ক্ষুদ্র দেশ

S M Ashraful Azom
শুরু হতে চলেছে পৃথিবী ধ্বংসের পালা! পৃথিবী থেকে চতুর্থ ক্ষুদ্রতম দেশ মুছে যাচ্ছে। আর এর জন্য একমাত্র দায়ী গ্লোবাল ওয়ার্মিং। যার ফলে আবহাওয়ার পরিবর্তন। নিজের দেশকে বাঁচাতে তুভালুর প্রধানমন্ত্রী এনেল স্পোয়াগা ইউরোপের সাহায্য চেয়েছেন। তিনি সোমবার সকালেই ব্রাসেলসে পৌঁছেছেন। আবহাওয়া পরিবর্তন নিয়ে ডিসেম্বর মাসে প্যারিসে রাষ্ট্র সংঘের একটি বৈঠক রয়েছে। তার আগেই কিভাবে তুলাভাকে বাঁচানো যায় সে ব্যাপারে আলোচনা করতেই ইউরোপের নেতাদের সঙ্গে দেখা করতে ব্রাসেলসে গেছেন এনেল স্পোয়াগা। পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম দেশ কয়েকটি ছোট দ্বীপ নিয়ে তৈরি। সেখানের দশ হাজার বাড়িকে সতর্কবার্তা দেয়া হয়েছে। আবহাওয়া পরিবর্তনের ফলে বেড়ে যেতে পারে সমুদ্রের জলস্তর। আর তাতেই হারিয়ে যেতে পারে দশ হাজার বাড়ি সহ গোটা দেশ। সমুদ্রের জলস্তর তার সর্বাধিক উচ্চতায় পৌঁছে যেতে পারে। ইউরোপে এনেল স্পোয়াগা গ্রীন হাউস গ্যাসের নির্গমনকে কম করতে বলেছেন। খেয়াল রাখতে বলেছেন যাতে গ্লোবাল ওয়ার্মিং ১.৫ সেন্টিগ্রেটের কম থাকে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ওই মাত্রাকেই নিরাপদ বলে মনে করেন বৈজ্ঞানিকরা। তুলাভার প্রধান মন্ত্রী এনেল স্পোয়াগা দেশকে বাঁচানোর কথা বলতে গিয়ে বলেছেন পৃথিবীর সবাইকে একজোট হয়ে মোকাবেলা করতে হবে। কারণ পৃথিবীর একটি দেশ জলে ডুবে মুছে গেলেই পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন শেষ হয়ে যাবে না।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top