এবার
ধর্ষণের অভিযোগ উঠেছে ‘এবিসিডি ২’ চলচ্চিত্রের এক ড্যান্সারের বিরুদ্ধে।
নীলেশ নির্ভাবন নামের ঐ ড্যান্সারের বিরুদ্ধে অভিযোগ তিনি ও তার দুই সঙ্গী
একটি মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণ করেছে।
বুধবার
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নীলেশ ও তার দুই সঙ্গী ঐ মানসিক
ভারসাম্যহীন কিশোরীকে এক মাসে একাধিকবার ধর্ষণ করেছেন। গত ২৬ জুন নীলেশকে
গ্রেফতার করা হয়। তবে তার দুই সঙ্গী পলাতক রয়েছে।
সম্প্রতি
স্কুলে মেয়েটির ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করেন শিক্ষকরা। ঐ মেয়ে শিক্ষকদের
জানান, তিনটি ছেলে তাকে যৌন হয়রানি করেছে। বিষয়টি মেয়েটির পরিবারকে জানানো
হলে তারা থানায় অভিযোগ করেন।
পুলিশ
নীলেশকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে তার দোষ স্বীকার করে। তবে
মেয়েটি তিনজন নির্যাতনকারীর কথা বললেও পুলিশ দুইজনার কথা বলেছে। সূত্র:
ওয়ান ইন্ডিয়া।