মাঠের বাইরেও দেশকে বাঁচাচ্ছেন লিওনেল মেসি! তার নাম নিয়ে অপহরণের হাত থেকে মুক্তি পেলেন আর্জেন্টিনার এক ইঞ্জিনিয়ার।
সান্তিয়াগো লোপেজ মেনেন্দেজ নামক ২৮ বছরের যুবক নাইজিরিয়ায় অপহৃত হন। তার ভাষা বুঝতে পারছিল না অপহরণকারীরা।
অনেক চেষ্টার পর শেষমেশ ‘মেসি মেসি মেসি’ বলে চেঁচিয়ে ওঠায় তার উপর অত্যাচার বন্ধ হয়। মুক্তিও পেয়ে যান তিনি।
লোপেজ বলছেন, ‘মেসির সঙ্গে দেখা হলে বলব ও আমার প্রাণ বাঁচিয়েছে। ওর নাম বলেই তো মুক্তি পেলাম।’
সান্তিয়াগো লোপেজ মেনেন্দেজ নামক ২৮ বছরের যুবক নাইজিরিয়ায় অপহৃত হন। তার ভাষা বুঝতে পারছিল না অপহরণকারীরা।
অনেক চেষ্টার পর শেষমেশ ‘মেসি মেসি মেসি’ বলে চেঁচিয়ে ওঠায় তার উপর অত্যাচার বন্ধ হয়। মুক্তিও পেয়ে যান তিনি।
লোপেজ বলছেন, ‘মেসির সঙ্গে দেখা হলে বলব ও আমার প্রাণ বাঁচিয়েছে। ওর নাম বলেই তো মুক্তি পেলাম।’