দীর্ঘদিন ধরে বলিউডে
প্রভাব বিস্তার
করছে বচ্চন
পরিবার। এই
পরিবারের অন্যতম
একটি মুখ
অভিষেক বচ্চন।
অমিতাভ বচ্চন
ও জয়া
বচ্চন তনয়
২০০০ সাল
থেকে এই
পর্যন্ত অনেক
জনপ্রিয়তার সাথে অভিনয় করে চলেছেন।
যদিও বাবার
মত তিনি
ততটা সফলতা
অর্জন করতে
পারেননি। তবে
যা করেছেন
তা নিশ্চয়ই
কম নয়।
বলিউডে অভিষেকের
প্রথম সিমেনা
মুক্তি পায়
২০০০ সালের
৩০ জুন।
এদিন বলিউডে
তার ক্যারিয়ারের
১৫ বছর
পূর্ণ হয়েছে।
অভিষেকের প্রথম সিনেমার নাম ‘রিফিউজি’। অভিষেকের সাথে এই সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর। ক্যারিয়ারের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে অভিষেক তার সহ-অভিনেত্রী কারিনা কাপুর, বন্ধুমহল, পরিবার ও ভক্তদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
টুইটারে অভিষেক লিখেছেন, আজ আমি সিনেমা শিল্পে ১৫ বছর পূর্ণ করলাম। সবাইকে ভালোবাসা ও সমর্থন করার জন্যে ধন্যবাদ।
অভিষেকের প্রথম সিনেমার নাম ‘রিফিউজি’। অভিষেকের সাথে এই সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর। ক্যারিয়ারের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে অভিষেক তার সহ-অভিনেত্রী কারিনা কাপুর, বন্ধুমহল, পরিবার ও ভক্তদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
টুইটারে অভিষেক লিখেছেন, আজ আমি সিনেমা শিল্পে ১৫ বছর পূর্ণ করলাম। সবাইকে ভালোবাসা ও সমর্থন করার জন্যে ধন্যবাদ।