মাইক্রোসফটের এক বড় ভুল

S M Ashraful Azom
অতীতে মাইক্রোসফট বড় একটি ভুল করে ফেলেছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলা। কী সেই ভুল? সত্য নাদেলার মতে, মাইক্রোসফট ভেবেছিল চিরদিনের মতো পিসির রাজত্বই চলবে তাই প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে মোবাইল ফোনের রাজ্যে ঢুকতে ব্যর্থ হয়েছে। এটাই একটি বড় ভুল ছিল।
নাদেলা বলেন, ‘বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পণ্য হচ্ছে ছয় ইঞ্চি মাপের ফোন। এটা আমি স্বীকার করি।
সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জেডনেটকে এক সাক্ষাৎকারে নাদেলা বলেছেন, ‘ভবিষ্যতে দীর্ঘদিন স্থায়ী হবে এমন পণ্য হিসেবে মোবাইলকে ভাবলে আমরা আবারও একই ভুল করে বসব। তাই আমাদের আগামীর পণ্য কী হতে পারে তা নিয়ে ভাবতে শুরু করতে হবে। আমরা সেটা শুরু করেছি। আমাদের উদ্ভাবনী পণ্য হিসেবে উইন্ডোজকে সেই জায়গায় নিয়ে গেছি।
নাদেলা বলেন, তিনি যখন ১৯৯২ সালে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন তখন তাদের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল ব্যক্তিগত কম্পিউটারগুলোকে সবার বাড়িতে প্রতিটি ডেস্কে নিয়ে যাওয়া।
নাদেলা বলেন, ‘ভাবুন তো। আমাদের সেই লক্ষ্যটি আমরা অর্জন করে ফেলেছি। একটি প্রতিষ্ঠান এর প্রযুক্তিগত উৎকর্ষ ও উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে টিকে থাকে। আমার জন্য এখন আবার সেই পেছনে ফিরে যাওয়ার ঘটনাই ঘটাতে হবে। বিল গেটস যেভাবে মানুষের প্রয়োজনীয় বিষয়গুলো তৈরি করেছিলেন আমাকে সেভাবে ভাবতে হবে।
সত্য নাদেলা তাঁর সাক্ষাত্কারে মাইক্রোসফটের নতুন পরিকল্পনা হিসেবে ব্যক্তিগত কম্পিউটিং, উত্পাদন ও ব্যবসা পদ্ধতির উন্নয়ন, বুদ্ধিমান ক্লাউড প্ল্যাটফর্ম তৈরির কথা বলেন।
উইন্ডোজ ফোন প্রসঙ্গে তিনি বলেছেন, উইন্ডোজ বাদে অন্য কোনো অপারেটিং সিস্টেম নির্ভর ফোন তৈরি করবে না মাইক্রোসফট। তিনি বলেন, শুধু একটি ফোন তৈরি করেই বসে থাকবে না মাইক্রোসফট বরং অনন্য ফিচারযুক্ত বেশ কিছু ফোন বাজারে ছাড়বে আর এসব ফোন মাইক্রোসফটের উদ্ভাবনী পণ্য হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top