র‍্যাঙ্কিংয়ে সেরেনার রেকর্ড

S M Ashraful Azom


চলতি বছর টেনিস ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে থাকায় ্যাঙ্কিংয়ে রেকর্ড গড়লেন ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা উইলিয়ামস। গত বছরের যুক্তরাষ্ট্র ওপেন থেকে শুরু করে এবার ফরাসি, অস্ট্রেলিয়ান শেষে উইম্বলডনের ট্রফি ঘরে তুলেছেন বিশ্বের এক নম্বর মার্কিন নারী টেনিস তারকা
সেই সঙ্গে গত বছর মায়ামি ওপেন ডব্লিউটিএ ফাইনালেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তার দৌলতেই ্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা মারিয়া শারাপোভাকে রেকর্ড সংখ্যার মার্জিনে পেছনে ফেলে নজির গড়লেন সেরেনা
১৩ হাজার ১৬১ পয়েন্ট নিয়ে নারী সিঙ্গলসের ্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ৩৩ বছর বয়সী তারকা। রুশ সুন্দরী শারাপোভার সংগ্রহ হাজার ৪৯০ পয়েন্ট৷ যা সেরেনার পয়েন্টের অর্ধেকেরও কম। বিশ্বের এক দুনম্বরের মধ্যে পয়েন্টের ক্ষেত্রে এর আগে কখনও এতো বড় ব্যবধান হয়নি
টেনিসের ওপেন এরায় নারীদের মধ্যে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের অধিকারী মার্গারেট কোর্ড। ২৪টি খেতাব রয়েছে তাঁর। তাঁর পরই ২২টি ট্রফি জিতে সেরেনার থেকে একধাপ এগিয়ে কিংবদন্তি স্টেফি গ্রাফ। যুক্তরাষ্ট্র ওপেন খেতাব পকেটে পুরে নতুন মাইলস্টোন ছুঁতে মরিয়া উইম্বলডনজয়ী মার্কিনী

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top