১৪ জুলাই থেকে ঈদের বিশেষ লঞ্চ সার্ভিস

S M Ashraful Azom
আগামী ১৪ জুলাই থেকে ঈদের বিশেষ লঞ্চ সার্ভিস চালু হচ্ছে। সোমবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালের সভাকক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক এই তথ্য জানান।

তিনি জানান, ঈদের এক সপ্তাহ আগে থেকে বন্দর সমন্বয় কমিটি মনিটরিং কার্যক্রম শুরু করবে। প্রতিটি লঞ্চে দক্ষ মাস্টার ও চালকের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং তাদের ইউনিফর্ম পরতে হবে। লঞ্চে পর্যাপ্ত পরিমাণ জীবন রক্ষাকারী সরঞ্জাম রাখতে হবে। মাঝ নদীতে নৌকা দিয়ে যাত্রী ওঠা-নামা করা যাবে না। লঞ্চের ছাদে যাত্রী নেওয়া যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে টার্মিনাল পর্যন্ত রাস্তা সার্বক্ষণিক একমুখী রাখতে হবে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সভাপতিত্বে এ সভায়  বিআইডব্লিউটিএর সদস্য ভোলা নাথ দে, পরিচালক (বন্দর) মাহবুব আলম, অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহম্মেদ, নৌ পুলিশ সুপার মো. মোজাম্মেল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি অঞ্চলের এসি আহাদুজ্জামান ও সদরঘাট টার্মিনালের ইজারাদার উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top