নাশকতার চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর ৯ জুলাই শুনানি অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে শুনানির জন্য আবেদনটি পাঠিয়েছেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সোমবার আবেদনটি শুনানির জন্য চেম্বার আদালতে উপস্থাপন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দিন ফকির। রিজভীর পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন। হাইকোর্টের আদেশ স্থগিত না করে আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেয় আপিল বিভাগের চেম্বার আদালত।
নাশকতার চারটি মামলায় গত ২ জুলাই হাইকোর্ট রিজভীকে জামিন দেয়। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মিরপুর ও পল্লবী থানার এসব মামলায় তাকে জামিন দেয় আদালত।