মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, এ সপ্তাহেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। সোমবার ভিয়েনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেরি এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো কিভাবে প্রত্যাহার করা হবে তা নিয়ে উভয়পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ছয় জাতির সঙ্গে তেহরানের চূড়ান্ত চুক্তির পথে অবশিষ্ট প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য ভিয়েনায় ধারাবাহিক আলোচনা অব্যাহত রয়েছে। রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি দ্বিপক্ষীয় বৈঠক করেন। সকালে দুই পররাষ্ট্রমন্ত্রী টানা দেড় ঘণ্টা, এরপর বিকেলে তারা আরেক দফা বৈঠকে বসেন।
মঙ্গলবার বর্ধিত সময়সীমার মধ্যে একটি সার্বিক ও টেকসই পরমাণু চুক্তি সই করার লক্ষ্যে গত প্রায় ১০ দিন ধরে ইরান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনায় অবস্থান করছেন। সূত্র: বিবিসি