ঈদে খোলা যেসব বিনোদনকেন্দ্র

S M Ashraful Azom
রাত পোহালেই ঈদ। জরা, গ্লানি ভুলে আবালবৃদ্ধবনিতা মাতবে উৎসবের আনন্দে। এ উৎসবে ছোটরাই প্রাণ। নতুন জামাকাপড় পড়ে, আপনজনের হাত ধরে ঈদের নামাজে যাওয়া; ফিরে এসে সেমাই-ফিরনি খাওয়া আর সালামি নেওয়ার নানা পাঁয়তারা। শেষে থাকে শিশুপার্ক, চিড়িয়াখানাসহ নানা বিনোদন কেন্দ্রে গিয়ে নির্মল আনন্দে মেতে ওঠা। শিশুদের জন্য ঢাকার বিনোদনকেন্দ্রগুলো প্রতি বছরের মতো এবারও ঈদ উল ফিতরের ছুটির তিনদিন খোলা থাকবে। শিশুপার্ক, শিশুমেলা, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিলে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারবে ছোটবড় সকলে। শিশু একাডেমি ঈদের তিনদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পরযন্ত খোলা থাকবে। বিকেলে ৩টা থেকে পথশিশুদের জন্য উন্মুক্ত থাকবে। জাতীয় জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাদুঘর ও আহসান মঞ্জিল সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পরযন্ত সবার জন্য খোলা থাকবে। ঈদ উপলক্ষে বিশেষচাহিদা সম্পন্ন শিশু (অটিস্টিক), শিক্ষার্থী ও পথশিশুরা বিনা টিকেটে প্রবেশ করতে পারবে। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে চিড়িয়াখানায় থাকে উপচেপড়া ভীড়। চিড়িয়াখানার তথ্য কর্মকর্তা, মো. খোরশেদ আলম জানান, নির্ধারিত ২০টাকা মূল্যের টিকেটের মাধ্যমে দর্শনার্থীরা সেখানে প্রবেশ করতে পারবে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top