আ’লীগ ছাড়া অন্য দল থাকবে না : খাদ্য প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
নবনিযুক্ত খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘আগামী দিনে এ অঞ্চলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল থাকবে না।’ লালমনিরহাটের কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সন্ধ্যায় (ইফতারের আগে) স্থানীয়দের এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নুরুজ্জামান আহমেদ বলেন, ‘মন্ত্রিত্ব দিয়ে এ অঞ্চলের মানুষকে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এ অঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে এ দেশের মানুষের ভাগ্যেরও উন্নয়ন হয়।’ খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যারা মানুষকে ধোকা দিয়েছে এবং মিথ্যাচার করেছে তাদের এ দেশের মানুষ বর্জন করেছে। আওয়ামী লীগ সরকার মানুষকে ধোকা দেয় না, মিথ্যাচারও করে না। মানুষ ইফতারের আগে ঘরমুখী হয় কিন্তু আপনরা ঘরমুখী না হয়ে অধীর আগ্রহে বসে আছেন আমার আপেক্ষায় সে জন্য ধন্যবাদ।’ ভাষা সৈনিক মহেন্দ্র নাথের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ রশিদুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, ছাত্রলীগের সভাপতি হারুন উর রশিদ প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top