দীর্ঘদিন
দেশের ঘরোয়া লিগে খেলা তিন বিদেশি ফুটবলারকে নাগরিকত্ব দেয়ার প্রক্রিয়া
শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই তিন বিদেশি মোহামেডানের ইসমাইল
বাঙ্গুরা, আবাহনী লিমিটেডের সামাদ ইউসুফ ও শেখ রাসেল ক্রীড়া চক্রের কিংসলে
চিগুজিকে।
বুধবার
বাফুফে ভবনে ডেকে তাদের কাছ থেকে নাগরিকত্বের আবেদনপত্রে সই নেয়া হয়।
ইসমাইল বাঙ্গুরা গিনির, সামাদ ইউসুফ ঘানার ও কিংসলে চিগুজি ক্যামেরুনের
অধিবাসী। এরা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে বাংলাদেশে ফুটবল খেলছেন।
বাফুফের
সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এই তিন জনকে নাগরিকত্ব দেয়া প্রসঙ্গে বলেন,
‘আমরা তাদের কাছ থেকে নাগরিকত্বের আবেদন ফর্মে সই নিয়ে রেখেছি। তাদের কাছে
পাসপোর্ট চাওয়া হয়েছে, কিন্তু পাসপোর্ট তাদের কাছে নেই। তারা ক্লাবের
কাছে পাসপোর্ট জমা দিয়েছে। আমরা শুক্রবার ক্লাবের কাছ থেকে সরাসরি পাসপোর্ট
নিয়ে আসবো।’
বাফুফে
সম্পাদক আরো বলেন,‘আমরা তাদের বলেছি, এদেশের নাগরিক হয়ে গেলে জাতীয় দলের
হয়ে খেলা অন্যান্য খেলোয়াড়ের মতো সকল সুযোগ সুবিধা পাবে। আগে যেমন তুমি
বিদেশি খেলোয়াড় হিসেবে বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে, নাগরিকত্ব পেয়ে গেলে
এদেশের অন্য খেলোয়াড়দের মতো বিভিন্ন ক্লাবে চুক্তির ভিত্তিতে খেলবে।’
ফেডারেশনের
সাথে আলোচনা শেষে, শেখ রাসেলের কিংসলে চিগুজি বলেন,‘এখন আমার মূল লক্ষ্য
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা। সেজন্যই সই করে গেলাম।’ আবাহনী লিমিটেডের
সামাদ ইউসুফ বলেন, ‘গত সাত বছর ধরে বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে
ধারাবাহিকভাবে খেলে আসছি। দীর্ঘ দিন এ দেশে থাকায় এদেশের প্রতি একটা টান
অনুভব হয়। সেটা মাথায় রেখেই খেলার চেষ্টা করব।’
ফেডারেশনের
কাছে বাঙ্গুরা-সামাদরা জানতে চেয়েছেন একি সাথে দুটি নাগরিকত্ব রাখতে পারবে
কিনা। আবু নাইম সোহাগ জানিয়েছেন, দুটি দেশের নাগরিকত্ব রাখা যাবে। এমনকি
এখানে খেলা না থাকলে ছুটিতে বাড়িতেও যেতে পারবে। তারা জানতে চেয়েছে জন্ম
ভূমিতে যাওয়ার জন্য তাদেরকে বছরে একটা করে বিমানের টিকেট দেয়া হবে কিনা?
ফেডারেশন থেকে বলা হয়েছে, একটা কেন, ভালো পারফরম্যান্স দেখাতে পারলে বছরে
২/৩টা টিকেট পেতে পারো। জাতীয় দলের হয়ে বছরে দুই তিনটি গোল করতে পারলে বছরে
দুই তিনবার বিমানের টিকেট পাবে।’
তিন
বিদেশীই জানতে চেয়েছেন এদেশের নাগরিকত্ব পাওয়ার পর কি কি সুযোগ মিলবে।
জবাবে বাফুফের এই কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশ দলের অন্যান্য খেলোয়াড়দের
সমান সুযোগ সুবিধা মিলবে। এদেশের খেলোয়াড়দের মতো মাসিক বেতন পাবেন, ভালো
নৈপুণ্য দেখালে বোনাসের ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য,
বাফুফের নিয়মানুসারে বিদেশী কোন খেলোয়াড় একাধারে চার বছর বাংলাদেশে থেকে
এদেশের বিভিন্ন লিগে অংশ নিলে, সে এদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে
পারবে। যদিও ফিফার নিয়মে এ মেয়াদ পাঁচ বছরের।