এমনিতেই নগরবাউল জেমস মিডিয়ার সামনে খুব কম কথা বলেন। সর্বশেষ নিজের প্রতিষ্ঠান ও পার্টনার গাজী শুভ্র’র পক্ষে কথা বলতেই প্রেসক্লাবে আসেন। একইসাথে তাদের বিউটিফুল বাংলাদেশ নিয়ে ডকুমেন্টারির মালিকানা বিষয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। তবে নিজের গানেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ এই নগরবাউলের।
দীর্ঘদিন দেশে নিয়মিতই ছিলেন তিনি প্র্যাকটিস সেশনে। এর পাশাপাশি নিজের পুরোনো কিছু গানের কম্পোজিশন করলেন নতুনভাবে। তবে নতুন খবর হলো, টানা কয়েকটা দেশের কনসার্ট নিয়ে নগরবাউল জেমস এবারে বের হচ্ছেন ওয়ার্ল্ড টুরের বিশেষ কনসার্টে। তবে এই শিডিউলগুলো অনেকদিন আগের করা ছিল ব্যান্ডের পক্ষ থেকে।
অষ্ট্রেলিয়া, ইউকে, ইতালি, ইউএসএ-তে একটানা শো করার পরিকল্পনা রয়েছে। এর বাইরে খুব শিগগিরই দুটি নতুন চলচ্চিত্রের গান প্রকাশের সম্ভাবনা রয়েছে।
নিজের কাজ প্রসঙ্গে জেমস বলেন, ‘আমার গান গাইতে কোনোই সমস্যা নেই। অনেকেই বাইরে ধোঁয়াশা ছড়ায় যে আমি এখন গাইছি না। প্রফেশনালী সবকিছু ঠিক থাকলে অবশ্যই আমি যেকোনো মানসম্পন্ন গান গাইবো। কিন্তু কোনো নতুন অ্যালবাম হয়তো প্রকাশ পাবে না।’
দীর্ঘদিন দেশে নিয়মিতই ছিলেন তিনি প্র্যাকটিস সেশনে। এর পাশাপাশি নিজের পুরোনো কিছু গানের কম্পোজিশন করলেন নতুনভাবে। তবে নতুন খবর হলো, টানা কয়েকটা দেশের কনসার্ট নিয়ে নগরবাউল জেমস এবারে বের হচ্ছেন ওয়ার্ল্ড টুরের বিশেষ কনসার্টে। তবে এই শিডিউলগুলো অনেকদিন আগের করা ছিল ব্যান্ডের পক্ষ থেকে।
অষ্ট্রেলিয়া, ইউকে, ইতালি, ইউএসএ-তে একটানা শো করার পরিকল্পনা রয়েছে। এর বাইরে খুব শিগগিরই দুটি নতুন চলচ্চিত্রের গান প্রকাশের সম্ভাবনা রয়েছে।
নিজের কাজ প্রসঙ্গে জেমস বলেন, ‘আমার গান গাইতে কোনোই সমস্যা নেই। অনেকেই বাইরে ধোঁয়াশা ছড়ায় যে আমি এখন গাইছি না। প্রফেশনালী সবকিছু ঠিক থাকলে অবশ্যই আমি যেকোনো মানসম্পন্ন গান গাইবো। কিন্তু কোনো নতুন অ্যালবাম হয়তো প্রকাশ পাবে না।’