১০ মাস পর জাতীয় দলে সোহাগ গাজী

S M Ashraful Azom
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচ টি-টোয়েন্টির দলে ডাক পেয়েছেন অফ স্পিনার সোহাগ গাজী। সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়ে মাঠের বাইরে চলে যাওয়া এই ডানহাতি বোলার দশ মাস পর ফিরলেন জাতীয় দলে। গতকাল ঘোষিত ১৪ সদস্যের টি-টোয়েন্টি দলে চোট কাটিয়ে ফিরেছেন পেসার রুবেল হোসেনও। আর প্রথমবারের মতো এই সংস্করণের দলে এসেছেন জুবায়ের হোসেন। এর আগে কোনো পর্যায়ের টি-টোয়েন্টিতেই খেলা হয়নি এই তরুণ লেগ স্পিনারের।
দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটসম্যানদের কথা মাথায় রেখেই সোহাগকে দলে রেখেছেন নির্বাচকরা। এছাড়া স্পিনে শক্তি বাড়াতে লেগস্পিনার হিসাবে রাখা হয়েছে জুবায়েরকে।
সোহাগ শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর দেশের হয়ে শেষ খেলেছিলেন গত আগস্টে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে। কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা রনি তালুকদার আছেন ১৪ সদস্যের দলে।
আগামী রবিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। একই মাঠে সাত জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, রুবেল হোসেন, আরাফাত সানি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top