টি৩৩ নামের টি-সিরিজের একটি কমদামী স্মার্টফোন এনেছে প্যানাসনিক ইন্ডিয়া। ডিভাইসটি ভারতের ২১ টি অঞ্চলিক ভাষা সমর্থন করে।
ডুয়াল সিম সুবিধার এই হ্যান্ডসেটে ৪ ইঞ্চি ডব্লিউভিজিএ স্ক্রিন ও ১.২ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
চার হাজার ৯৯০ রুপির এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি আঞ্চলিক ভাষা সমর্থন করে। অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট চালিত এই ডিভাইসে ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি সুবিধা পাওয়া যাবে।
এতে এলইডি ফ্ল্যাশের ৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ১৫০০এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ডুয়াল সিম সুবিধার এই হ্যান্ডসেটে ৪ ইঞ্চি ডব্লিউভিজিএ স্ক্রিন ও ১.২ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
চার হাজার ৯৯০ রুপির এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি আঞ্চলিক ভাষা সমর্থন করে। অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট চালিত এই ডিভাইসে ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি সুবিধা পাওয়া যাবে।
এতে এলইডি ফ্ল্যাশের ৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ১৫০০এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।