রাজধানীর
উত্তরার আব্দুল্লাহপুরে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংঘ ক্লাবে জুয়ার আসরে ঝটিকা
অভিযান চালিয়ে ১৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
পুলিশের এই ঝটিকা অভিযানে দৌড়ে পালানোর সময় কমপক্ষে ১০ জুয়াড়ি আহত হয়েছে।
গ্রেফতারকৃতদের পরে ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত ৩ দিনের কারাদণ্ড দেয়।
এসময়
পুলিশ জুয়ার বোর্ড থেকে প্রায় ১২ হাজার টাকা ও বেশ কিছু জুয়া খেলার
সরঞ্জামাদি উদ্ধার করেছে। রবিবার রাতে এ পুলিশী অভিযানের ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হল রফিকুল, মনু মিয়া, ইউনুছ, কুদ্দুস, দুলাল, ওয়াসিম,
কাজল, সজীব ও রুমেল প্রমুখ।