ফেদেরারকে হারিয়ে উইম্বলডনের শিরোপা জোকোভিচের

S M Ashraful Azom
রজার ফেদেরারকে হারিয়ে উইম্বলডনের শিরোপা ধরে রাখলেন নোভাক জোকোভিচ। অল ইংল্যান্ড ক্লাবে রবিবার ফাইনালে প্রথম সেট জিতে আত্মবিশ্বাসী শুরু করেন র্যাঙ্কিংয়ের সেরা তারকা জোকোভিচ। অবশ্য দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে দারুণভাবে লড়াইয়ে ফেরেন ফেদেরার। কিন্তু শেষ দুই সেটে আর লড়াই চালিয়ে যেতে পারেননি ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইজারল্যান্ডের এই তারকা।
ম্যাচটি শেষ পর্যন্ত ৭-৬, ৬-৭, ৬-৪, ৬-৩ গেমে জেতেন সার্বিয়ার তারকা জোকোভিচ। ক্যারিয়ারে জোকোভিচের এটি নবম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। আর উইম্বলডনে এটা তার তৃতীয় শিরোপা।
এই জয়ের ফলে ফেদেরারের সঙ্গে জোকোভিচের মুখোমুখি লড়াইয়ের ফলটাও এখন হয়ে গেল সমান-সমান। মোট ৪০ বারের মুখোমুখি দেখায় ২০ বার করে জিতেছেন দুজন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top