ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকায় ভুয়া হারবাল ঔধুষ কারখানা পরিচালনার অভিযোগে সরঞ্জাম ও ঔষুধসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফাজানার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান হারবাল জাতীয় ভিটামিন ঔষুধ ও ঔষুধ তৈরির মেশিন জব্দ করে।
এ সময় নিশ্চিন্তপুর গ্রামের গোলাম মোস্তফা (৬০), তার ছেলে ফরহাদ হোসেন (৩৫) ও শেখ ফরিদ (১৮) কারখানার শ্রমিক সম্রাট (১৮) কে আটক করেছে।
ঠাকুরগাঁও থানার ওসি একেএম মেহেদী হাসান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক গেলাম মোস্তফার জামাতা মোজাম্মেল তার স্বজনদের দিয়ে এ কারখানাটি গড়ে তুলেছে। তারা সেকমো ফার্ম, ঠাকুরগাঁও ও রেপিটেক ফার্মা নামে হারবাল ভিটামিন ঔষুধ তৈরি করছে। তার কোন সরকারি অনুমোদনের কাগজ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফাজানার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান হারবাল জাতীয় ভিটামিন ঔষুধ ও ঔষুধ তৈরির মেশিন জব্দ করে।
এ সময় নিশ্চিন্তপুর গ্রামের গোলাম মোস্তফা (৬০), তার ছেলে ফরহাদ হোসেন (৩৫) ও শেখ ফরিদ (১৮) কারখানার শ্রমিক সম্রাট (১৮) কে আটক করেছে।
ঠাকুরগাঁও থানার ওসি একেএম মেহেদী হাসান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক গেলাম মোস্তফার জামাতা মোজাম্মেল তার স্বজনদের দিয়ে এ কারখানাটি গড়ে তুলেছে। তারা সেকমো ফার্ম, ঠাকুরগাঁও ও রেপিটেক ফার্মা নামে হারবাল ভিটামিন ঔষুধ তৈরি করছে। তার কোন সরকারি অনুমোদনের কাগজ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।