বকশীগঞ্জের বীরমুক্তিযোদ্ধা বাবুল চিশ্তী গুরুতর
অসুস্থ্য্।
সেবা হট নিউজ:
জিএম সাফিনুর
ইসলাম মেজর।
বকশীগঞ্জের বীরমুক্তিযোদ্ধা বাবুল চিশ্তী গুরুতর
অসুস্থ্য্। ১৯ জুলাই রবিবার দুপুর
২ টায়
বকশীগঞ্জ- কামালপুর সড়কে স্থানীয় বীরমুক্তি
যোদ্ধা ও
বাংলাদেশ মুক্তিযোদ্ধা
কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর তথ্য
ও গবেষণা
বিষয়ক সম্পাদক
ও সমাজ
সেবক মাহবুবুল
হক বাবুল
চিশ্তীর
ব্যবসা প্রতিষ্ঠানের
জৈনক কর্মচারী
মাসুদ সড়ক
দুর্ঘটনায় নিহত। ঐ খবর শুনে
তিনি ঘটনা
স্থলে দ্রুত
এগিয়ে এসে
তিনি নিজেই
গুরুতর অসুস্থ্য্
হয়ে পড়েন।
এসময় স্থানীয়
এলাকাবাসীরা দ্রুত এগিয়ে এসে তাঁর
পাশে দাড়ান।
তাহার সুস্ত্যতা
কামনায় বকশীগঞ্জ
উপজেলা প্রেসক্লাব
এর সংশ্লিষ্ট
কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ বিকাল
৩টায় প্রেস
ক্লাব কার্যালয়ে
দোয়া ও
মোনাজাত করা
হয়েছে। এসময়
যারা প্রেসক্লাবে
উপস্তিত ছিলেন
তারা হলেন
উপজেলা প্রেসক্লাবের
সহ-সভাপতি
জিএম সাফিনুর
ইসলাম মেজর,
www.sebahotnews.org
এর সম্পাদক
এসএম আশরাফুল
আযম, সাপ্তাহিক
বকশীগঞ্জ সম্পাদক
গোলাম রব্বানী
নাদিম, প্রেস
ক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুর রাজ্জাক,উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিএম
ফাতিউল হাফিজ
বাবু, বকশীগঞ্জ ইউঃ ডিঃ সিঃ
কেন্দ্রের পরিচালক মোঃ ওয়াসিম মিয়া
প্রমুখ।