শিশুর হাতে শিরচ্ছেদের ভিডিও আইএসের

S M Ashraful Azom
ফের একবার এক সেনার শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করল জঙ্গিগোষ্ঠী আইএস । সেই ভিডিওতে দেখা গেছে, পামেইরায় ছুরি দিয়ে সিরিয়ার এক সেনার শিরশ্ছেদ করছে এক শিশু। শিশুটির বয়স কত ভিডিও থেকে তা স্পষ্ট নয়। এই প্রথম কোনও শিশুর হাতে শিরশ্ছেদের ছবি প্রকাশ্যে আনল আইএসআ । এর আগে জানুয়ারি মাসে একটি ভিডিও প্রকাশ্যে এনেছিল আইএস ।যেখানে দু’জনকে গুলি করে হত্যা করতে দেখা গিয়েছিল একটি শিশুকে। ইতোমধ্যে, শিশুদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্যাম্পও খুলেছে আইএস । সেই ভিডিওতেই এক জঙ্গিকে হুমকির সুরে বলতে শোনা যায়, ‘শুধু পালমেইরা বা দামাস্কাস নয়, আমাদের লক্ষ্য জেরুজালেম ও রোম দখল করা।’ 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top