দ্বিতীয় শ্রেণির মর্যাদা বাস্তবায়ন চান প্রাথমিক প্রধান শিক্ষকরা

S M Ashraful Azom


প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা বেতন স্কেল উন্নীত করার দাবি জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক রিয়াজ পারভেজ দাবি জানান
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৪ সালের মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঘোষণার মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদায় উন্নীত করা হয়। একইসঙ্গে বেতন স্কেলও উন্নীত করা হয়। কিন্তু গত দেড় বছরেও প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়ন হয়নি
প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের গড়িমসির কারণে প্রধান শিক্ষকদের পদমর্যাদা বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি
রিয়াজ পারভেজ বলেন, গেজেট প্রকাশ না করা করেসপন্ডিং স্কেলে বেতন নির্ধারণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা না থাকায় বেতন নির্ধারণ করতে পারছে না হিসাবরক্ষণ অফিস। যে কারণে প্রধান শিক্ষকরা তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন বিলের মাধ্যমে আগের মতোয় পুরোনো স্কেলে বেতন ভাতা পাচ্ছে বলে তিনি জানান
মন্ত্রণালয় নিম্ন গ্রেডে স্কেল নির্ধারণ করে বৈষম্য করছে অভিযোগ করে এই শিক্ষক নেতা বলেন, উন্নীত বেতন স্কেলে বৈষম্য করায় উন্নীত পদমর্যাদা দীর্ঘ দেড় বছরেও বাস্তবায়ন না হওয়ায় আমরা চরম হতাশ। ফলে শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মনে করেন
ধরণের বৈষম্য থাকলে মেধাবী উচ্চশিক্ষিতরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় আগ্রহী হবেন না বলে তিনি মনে করেন
অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা বেতন স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে শিক্ষকদের সংগঠনটি
শিক্ষকদের এই দাবি বাস্তবায়নের দাবিতে আগস্ট বিকেলে সব জেলায় একযোগে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষকদের ওই সব দাবি বাস্তবায়ন করা না হলে নিয়মতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে যাওয়ার কথা বলেছেন রিয়াজ পারভেজ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top