২০১৬
সালের ঈদে একসঙ্গে শাহরুখ খান অভিনীত ‘রাইস’ ও সালমান খান অভিনীত ‘সুলতান’
ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। সালমান নয়,
শুধু শাহরুখ ঈদে ছবি মুক্তি দেবেন।
বুধবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঈদে শাহরুখের ছবি মুক্তি দেয়ার জন্য সালমান খান তার ছবির মুক্তির দিন পিছিয়েছেন।
একটি
সূত্র বলেছে, শাহরুখ ও সালমান আবারো ভালো বন্ধু হয়ে গেছেন। তারা মনে করেন
তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। তারা একে অপরের কাজকে সম্মান করেন। তাই
অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়ানোর জন্য তারা সমাধানের পথ খুঁজে বের করেছেন। আগামী
বছরের ঈদে শাহরুখ তার ‘রাইস’ ছবি মুক্তি দেবেন এবং সালমান দিওয়ালীতে তার
ছবি ‘সুলতান’ মুক্তি দেবেন।
‘সুলতানে’র
সঙ্গে কাজ করা একটি সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুইজনের
অনেক ভক্ত রয়েছে এবং তারা তাদের ভক্তদের বিভক্ত করতে চান না। তাই সালমান
দিওয়ালীতে ছবি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে
ইয়াস রাজ ফিল্মসের একটি মুখপাত্র খবরটি উড়িয়ে দিয়ে বলেছেন, ২০১৬ সালের
ঈদেই ‘সুলতান’ মুক্তি পাবে। চলতি বছরের নভেম্বরে ছবিটির কাজ শুরু হয়ে আগামী
বছরের মার্চে শেষ হবে। মুক্তির তারিখ পেছানোর কোনো পরিকল্পনা নেই।
২০০৬
সালে দিওয়ালীতে একসঙ্গে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ‘ জান-ই-মান’ ও
শাহরুখ অভিনীত ‘ডন’ ছবিটি। সেখানে সালমান খুব একটা ভাল করতে না পারলেও
শাহরুখের ছবি ব্যবসা সফল হয়েছিল। খবর: এনডিটিভি।